বান্দররবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

রিপন চক্র বত্তী, বান্দরবান:

বান্দররবানে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বান্দরবান  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।   জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালীতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। পরে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।  বান্দরবান পাবত্য জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পাবত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচায,  সিভিল সার্জন ডা. অনুপ দেওয়ান প্রমুখ।প্রধান অতিথির বক্তবে জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,সরকার পাবত্য অঞ্চলে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।বতমানে সরকারের আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্য সেবা পৌছে যাচ্ছে দুগম অঞ্চলে।  স্বাস্থ্য প্রকল্প, বিএইচডিসি-সিএইচটিডিএফ, ব্র্যাক, গ্রাউস, পিএইচডি, বিএনকেএস, সূযের হাসি ক্লিনিক, তৈমু, সিআইপআরবি, আইসিডিডিআরবি, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, লেপ্রসি মিশন, হিলভিউ হাসপাতাল, ইমানুয়েল মেডিকেল সেন্টারের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়েছে।


শেয়ার করুন