প্রতিবেশ রক্ষায় সচেতনতা ও শিক্ষার বিকল্প নেই

বান্দরবান নদী পরিব্রাজক দল বিশ্ব পরিবেশ দিবস পালন করল

নিজস্ব প্রতিবেদকঃ
পরিবেশ ও নদীভিত্তিক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে।

৫ জুন বিকেলে দিবসটি উপলক্ষে সাঙ্গু নদীর পাড়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি বাবু মনির সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি কৌশিক দাশ গুপ্ত’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান শাখার উপদেষ্টা কামাল পাশা, সালেহা বেগম।
বক্তব্য রাখেন, সহ সভাপতি মোমেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক সাঁইসাঁইমং মার্মা, সাংগঠনিক সম্পাদক ঝর্না দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমি দাশ, রিনা দাশ, সহ-প্রচার সম্পাদক ডেভিড সাহা।
বক্তারা বলেন, প্রতিবেশ রক্ষার জন্য সচেতনতা ও পরিবেশ বিষয়ক শিক্ষার কোন বিকল্প নেই।
ইকোসিস্টেম রিস্টোরেশন এর জন্য সামষ্টিক কর্মপ্রয়াসের জন্যও আহবান জানান। তারা বলেন, সারাবিশ্বের করোনা সংকট ও পরিবেশগত বিপর্যয়ের কারণে মানবজাতির বিলুপ্তি অবশ্যাম্ভবী।

সবাইকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।


শেয়ার করুন