২০ দলের চলছে যাচাই বাছাই

বান্দরবান ও লামা পৌর নির্বাচন : আওয়ামীলীগ-জাপা প্রার্থী চুড়ান্ত

266bc69d-1014-4eeb-b4eb-b51dc1081de3নিজস্ব প্রতিনিধি:

আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামীলীগ-জাপা ও বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। আওয়ামীলীগ এর বান্দরবান পৌরসভা ও লামা পৌরসভার প্রার্থী আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেওয়া হয়েছে। বান্দরবান পৌরসভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক ভারপাপ্ত মেয়র ইসলাম বেবী ও লামা পৌর সভায় পার্বত্য জেলা পরিষদ সদস্য মো: জহিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন। এছাড়া বান্দরবান পৌনসভার ১ নং ওয়ার্ডে সামসুল ইসলাম সানু, ২ নং ওয়ার্ডে আবদুস শুক্কুর, ৩ নং ওয়ার্ডে আজিত দাশ, ৪ নং ওয়ার্ডে দিলিপ বড়য়া, ৫নং ওয়ার্ডে মং চিং, ৬ নং ওয়ার্ডে সৌরব দাশ শেখর, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান খোকন, ৯ নং ওয়ার্ডে সেলিম রেজা। বান্দরবান পৌরসভায় বিএনপির নেতৃত্বাধীন জোট এখনো মেয়র প্রার্থীর নাম ঘোষনা দেয়নি। তবে লামা পৌরসভার মেয়র, কাউন্সিলর ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত বলে জানিয়েছে দলের শীর্ষ নেতারা। লামা পৌরসভায় বর্তমান মেয়র আমির হোসেন আমু এবার ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন এটা প্রায় চুড়ান্ত।

এছাড়া লামা পৌরসভার ১২ কাউন্সিলর প্রার্থী চুড়ান্ত বলে জানিয়েছেন দলের নেতারা। বান্দরবান পৌরসভার প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন দৌড়ে আছেন ৩ জন। এরা হলেন বর্তমান মেয়র জাবেদ রেজা, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, কৃষক দলের জেলা সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো: ইসলাম কোম্পানী। এছাড়া কাউন্সিলর পদে বিভিন্ন ওয়ার্ডে মনোনয়ন চেয়েছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল খায়ের আবু ও ছাত্রদল নেতা মো: আজিজ, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: আলী, ৩ নং ওয়ার্ডে শ্রমীক নেতা মো জসিম উদ্দিন, ৪ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন (বড়মিয়া), ৫ নং ওয়ার্ডে লুবু প্র“, ৬ নং ওয়ার্ডে মো:আইয়ুব, ৭ নং ওয়ার্ডে শামিম হোসাইন, মো: ফয়সাল, ৮ নং ওয়ার্ডে সাইদ, মো: জাফরউল্লাহ, ৯ নং ওয়ার্ডে মো: কালাম, মো: দুলাল,১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফেরদৌসী আক্তর, মনোয়ারা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গীতা রানী দে। এদিকে জেলা বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছে, বান্দরবান পৌরসভার মেয়র ও কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধীক প্রার্থী থাকায় জেলা বিএনপির সভা ডেকে চুড়ান্ত প্রার্থী নির্ধারন করে ঘোষনা দেওয়া হবে। এছাড়া জোটের অন্যতম শরীক দল জামায়াত ইসলামী বান্দরবান পৌরসভায় অতিতে জোট বদ্ধ নির্বাচন করেননি। এবারও যদি জোট বদ্ধ নির্বাচন না করেন তাহলে জামায়াত নেতা মাহাবুবুল আলম আথবা মোজাম্মেল হক লিটন নির্বাচন করতে পারেন।

জাতীয়পাটির প্রার্থী সাবেক মেয়র এডভোকেট মিজানুর রহমান বিপ্লব। এছাড়া আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি, ইউপিডিএফ ও প্রার্থী দিতে পারেন। সতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক মেয়র আলহাজ্ব আইয়ুব চৌধুরীর নামও শুনা যাচ্ছে।


শেয়ার করুন