বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র্রের পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা মো. হোসাইন আহমেদকে পরিচালকের পদ থেকে স্থায়ীভাবে অপসারণসহ শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখার দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির প্রায় সাড়ে পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।সকালে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।হাফেজ মাওলানা মফজল আহমদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা হুমায়ুন হারুন রশিদসহ অন্যান্যরা। বক্তারা এসময় বিগত দিনগুলোতে প্রতিষ্ঠানের পরিচালকের পদে থেকে হোসাইন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরেন। বক্তারা বলেন, পরিচালকের পদে থেকে তিনি সব অনিয়ম ও দুনীতির আশ্রয় নিয়েছেন। প্রতিষ্ঠানকে তিনি তার স্বাথে যেমন তেমন ভাবে ব্যবহার করেছেন ।বক্তারা এসময় স্বনামধন্য এ প্রতিষ্ঠানের নিয়মশৃংখলা ফিরিয়ে আনতে বিতর্কিত পরিচালক মাওলানা হোসাইন আহমদকে প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকান্ড থেকে বিরত রাখা ছাড়াও এতিম অসহায় শিক্ষার্থীদের শিক্ষা কাযক্রম নিবিঘ্নে করতে প্রশাসনের প্রতি দাবি জানান।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।উল্লেখ্য , প্রতিষ্ঠানটিতে কওমী মাদরাসা বোর্ডের নিয়মানুযায়ী কোন শুরা কমিটি না থাকায় গত বছরের ২৭ আগষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের দাবির প্রেক্ষিতে শিক্ষা কেন্দ্রের পরিচালক মাওলানা হোসাইনকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা সুলতান নদভীকে সভাপতি এবং আল্লামা আবদুল হালিম বোখারীকে সেক্রেটারি জেনারেল করে ১৮ সদস্যের একটি সূরা কমিটি গঠন করা হয়।কিন্তু পরে মাওলানা হোসাইন এই সিদ্বান্তের প্রতিবাদে উচ্চ আদালতে আবেদন করলে আদালত নবগঠিত কমিটির যাবতীয় কর্মকান্ডের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। ফলে ইসলামী শিক্ষা কেন্দ্রের সাবিক কর্মকান্ডে অচলাবস্থা বিরাজ করায় সকালে মানববন্ধন করে শিক্ষক ও শির্ক্ষার্থীরা ।


শেয়ার করুন