বান্দরবানে বাড়ছে পযর্টক

 রিপন চক্র বত্তী, বান্দরবান:

সম্প্রতি দেশের রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল হওয়ায় পযটকদের আগমনে সরব হয়ে উঠছে পযটন নগরী বান্দরবান। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পযটক শূন্য হয়ে পড়েছিল পযটন নগরী বান্দরবান।  পাহাড়, ঝর্ণা, আর মেঘের শহর বান্দরবান দীর্ঘ সময় ধরে পযর্টক শূন্য থাকলেও বর্তমানে বান্দরবানের পযটন স্পটগুলো পযটকদের পদচারণায় সরব হয়ে উঠেছে।সরকারি ছুটির দিনগুলোতে বান্দরবানের নীলাচল, মেঘলা, স্বর্ণমন্দির, শৈল প্রপাতসহ বিভিন্ন স্পটে দর্শনার্থীদের ভীড় ছিল লক্ষ্য করার মতো। ঢাকা থেকে ঘুরতে আসা একপযটক জানালেন, প্রতি বছর বন্ধুরা মিলে দেশের কোথাও না কোথাও ভ্রমণে বের হই। কিন্তু গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতেই রাজনৈতিক সহিংসতার কারণে আমরা গৃহবন্দী হয়ে পড়েছিলাম। এখন দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে। তাই আমরা বান্দরবান ভ্রমণে এসেছি। আমাদের খুব আনন্দ লাগছে।বান্দরবানের শৈল প্রপাত এলাকার হস্তশিল্প ব্যবসায়ী লুসাই বম জানালেন, অনেকদিন পর পযটকদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। বেচা-বিক্রিও আস্তে আস্তে বাড়ছে। কয়েকদিন ধরে এখানে অনেক লোকজনের আগমন ঘটছে। মেঘলা পযটন কমপ্লেক্সের পরিচালক শহীদুল আলম জানান, এতোদিন রাজনৈতিক পরিস্থিতি প্রতিকুলে থাকায় পযটক আসা বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে দেশের পরিস্থিতি শান্ত রয়েছে। আশা করি আগামী মাস থেকে পযটক আরো বাড়বে।বান্দরবান হোটেল হিল কুইনের ম্যানেজার পান্না ভট্টাচায জানান, গত ক’দিন ধরে পযটক আসতে শুরু করায় আমাদের ব্যস্ততা বেড়েছে। কর্মচারীরাও খুশি। আশা করছি দেশের বর্তমান পরিস্থিতি চলমান থাকলে আমাদের এতোদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। দেশের পরিস্থিতি এরকম শান্ত থাকলে পযটন খাত যে ক্ষতির সম্মুখিন হয়েছিল তা কাটিয়ে উঠতে পারবে বলে ও ধারণা করছে বিশ্লেষকরা।


শেয়ার করুন