বান্দরবানের প্রত্যেক এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে- বীর বাহাদুর

রিপন চক্র বত্তী, বান্দরবান।

 বান্দরবানে হেবরন পাড়ার ব্রীজ ও রাস্তা নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উজি ভিতর পাড়া বৌদ্ধ বিহার এর উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে বান্দরবানে পাবত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উজি ভিতর পাড়া বৌদ্ধ বিহার এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সহযোগিতা ও আন্তরিকতার কারনে বান্দরবানের প্রত্যেক এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।বান্দরবানে উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন পাড়া নেই বললেই চলে। ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য বিদ্যালয় করা হয়েছে। প্রার্থনার জন্য পাড়ায় পাড়ায় মসজিদ, মন্দির, ক্যায়াং, গির্জা করা হয়েছে। এরপরও কোথাও কিছু প্রয়োজন দেখা দিলে তাও করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, বান্দরবানের প্রত্যান্ত দূর্গম এলাকার মানুষের যোগাযোগ, বিদ্যুৎ ও পানির সুবিধার জন্য যা যা করার দরকার তা সবই করবেন। অনুষ্ঠানে পাবত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ডের নিবাহী প্রকৌশলী আবদুল আজিজ, জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, সদর ইউনিয়ন চেয়ারম্যান সাচপ্রু মার্মা, কুহালং ইউনিয়নের চেয়ারম্যান চানুপ্রু মার্মাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন