বাইশারীর উপজাতীয় পল্লীতে জলকেলি সম্পন্ন

মুফিজুর রহমান, বাইশারী:
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর উপজাতীয় পল্লীতে ঐতিহ্যবাহী সাংগ্রে পোয়ে বা জলকেলি (পানির খেলা) উৎসব বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গত শনিবার সম্পন্ন হয়েছে । এ উৎসবের মধ্যে দিয়ে পূরনো বছরকে বিদায় জানানোর পাশাপাশি উপজাতীয় পল্লীর বাসিন্দারা নতুন বছরকে স্বাগত জানাল।
উপজাতীয়রা নতুন বছর ১৩৭৭ মগী সালের প্রথম দিনে জলকেলি উৎসব শুরু হয়েছে। জলকেলি উৎসবকে কেন্দ্র করে রাবার শিল্প নগরী বাইশারীতে উপজাতীয় পল্লী গুলো সেজেছে বর্ণিল সাজে। চলছে জলকেলি উৎসব।
উপজাতীয় তরুর তরুনীরা একে অপরকে পানিতে ভিজিয়ে দিয়ে পুরনো বছরের সব পাপ, গ্লানি, ক্লান্তি আর অসংগতি ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেয়। উপজাতীয় সম্প্রদায়ের সর্ববৃহৎ এ সামাজিক উৎসব দেখতে তাদের সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি এলাকাবাসীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে উপজাতীয় পল্লী।
গত শনিবার শেষদিন বিকেল থেকে নানা রঙে নিজেদের রাঙিয়ে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছে উপজাতীয় তরুন-তরুনীরা। প্রচন্ড গরমেও উৎসবে ভাসছে ওই সম্প্রদায়ের বিভিন্ন বয়সী লোকজন। সবারই লক্ষ্য সাংগ্রে পোয়ে অর্থ্যাৎ জলকেলি উৎসবের মাধ্যমে পরুনো দিনের সব গ্লানি-দুঃখ-বেদনা ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করে নেওয়া।
বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপের পাড়ার বাসিন্দা শ্রমিক নেতা মংলা মার্মা বলেন, জলকেলি উৎসবের জন্য পুরো একটি বছর অপেক্ষায় ছিলাম। এ উৎসবের শেষ দিন সত্যি বেশ মজা করছি।
ধৈয়ারবাপের পাড়া, থুইহ্লাঅং পাড়া, গোদাম পাড়া, ধাবনখালী উপজাতীয় পল্লী ঘুরে দেখা যায়, উপজাতীয় তরুন-তরুনীরা নতুন ও আকর্ষনীয় পোষাক পরে সেজেগুজে উপজাতীয় পল্লীতে তৈরী করা জলকেলি উৎসবের প্যান্ডেলে গিয়ে একে অপরকে পানি ছুড়ে আনন্দ প্রকাশ করছে। পাশাপাশি চলছে নাচ-গানের আসর। ডাকঢোল আর কাঁসার তালে তালে নেচে আনন্দ প্রকাশ করছে সবাই।
ইউপি চেয়ারম্যান মনিরুল হক জানান, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উপজাতীয় পল্লীর জলকেলি উৎসব। উৎসবে আন্তরিক ভাবে সহযোগিতা করায় বাইশারীবাসীকে ধন্যবাদ জানান তিনি।


শেয়ার করুন