‘বাংলা সম্মিলন ২০১৫’ সফলে প্রস্তুতি সভা

বার্তা পরিবেশক:

কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বাংলা সম্মিলন ২০১৫ এর আয়োজন করা হচ্ছে। আগামী মে মাসের কোনো এক সময়ে এ সম্মিলন হবে। বাংলা সম্মিলন ২০১৫ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা রোববার বেলা ১১টায় শহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সনদ, ক্রেস্ট প্রদান, ট্রি শার্ট, ‘বাংলা সম্মিলন-২০১৫’ নামে প্রকাশনা স্মারক প্রকাশসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। ‘বাংলা সম্মিলন-২০১৫’ সমৃদ্ধ করতে নির্ধারিত ফরমে নিবন্ধিত হয়ে ফরমে ছবি সম্বলিত সংক্ষিপ্ত বায়োডাট , গল্প, কবিতা বিষয়ভিত্তিক প্রবন্ধ, লোক সাহিত্য, ভ্রমণ, স্মৃতিচারণ, গবেষণা, ইতিহাস ঐতিহ্য প্রভৃতি বিষয়ে লেখা আগামী ২৫ এপ্রিলের মধ্যে banglasommilon2015 @gmail.com-এ পাঠানোর অনুরোধ করা হচ্ছে। এ সম্মিলনের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছেন www.coxsbazartimes.net. নিবন্ধন সম্পর্কে বিস্তারিত জানতে ০১৮১৬৬১০৩১৯, ০১৯৫৫৩৮৩৬০৮, ০১৮১৮৩৫৭৬৫৩, ০১৮১৮১৪২০৮৮, ০১৮১৩৬৭২১৩৪। আহ্বায়ক কমিটির এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইসলাম মাহমুদ, মনির ইউসুফ, কালাম আজাদ, ইব্রাহিম বিন আদহাম, বেলাল উদ্দিন প্রমুখ।

পাশাপাশি নিবন্ধন ফরম www.coxsbazartimes.netও পাওয়া যাচ্ছে। নিবন্ধন ফি ০১৮১৬৬১০৩১৯ নং বিকাশেও পাঠানো যাবে।


শেয়ার করুন