বাংলাদেশ নদী পরিব্রাজক দল নরসিংদী জেলা শাখা গঠিত

14012057_1636989669944629_1324823134_n-300x195‘দেশের ১১ কোটি তরুণকে নদী সুরক্ষায় সম্পৃক্ত করাই আমাদের অভিপ্রায়। আর সেই ধারাবাহিকতায় এবার গঠিত হল নরসিংদী জেলা শাখা। কেন্দ্রীয় নির্বাহী কমিটিরি সভাপতি মো. মনির হোসেন ও সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। শফিকুল ইসলাম শেখ তুলু- সভাপতি ও এ কে এম শাহরিয়ার সাকিরকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান খান, সহসভাপতি এড. কেরামত আলী আকন্দ, সহ-সাধারণ সম্পাদক কাজী গোলাপ হোসেন, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপ-সাংগাঠনিক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম খান মিনু, ভ্রমণ সম্পাদক অলি আহাদ ভাসানী, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক মো. শরীফ মিয়া, জনসংযোগ সম্পাদক মো. ওয়াজ উদ্দিন মিয়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল জলিল মিয়া, পাঠচক্র সম্পাদক মো. মাবজুল হক, গবেষণা সম্পাদক হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক সুজন মিয়া, নির্বাহী সদস্য এ বি এম আজরাফ টিপু ও তোফায়েল হোসেন।

উল্লেখ্য,নদী ও পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, যারা নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে।


শেয়ার করুন