বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার সদর উপজেলার সভা

dsc_0469প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার সদর উপজেলার নব গঠিত কমিটির সভা ৩০ ডিসেম্বর, শুক্রবার শহরের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত। সদর উপজেলা কমিটির সভাপতি শামশুল আলম শ্রাবণের সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম সরওয়ার চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সরওয়ার সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পানি বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম শামস, কক্সবাজার জেলা সভাপতি এড.আবু হেনা মুস্তফা কামাল, সহ-সভাপতি কামরুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ সম্পাদক মো:ইলিয়াছ মিয়া।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,পরিবেশ রক্ষা, উন্নয়ণ ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে। সরেজমিন নদী বিষয়ে তথ্য সংগ্রহ করা,নদী মরে যাওয়া,নদী দূষিত হওয়ার ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবহিত করাও এ নেটওয়ার্কের অন্যতম একটি কাজ। নিরীহ, অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণীর সেবা ও বিরুপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদী পরিব্রাজক দল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে, এই লক্ষ্যে নব গঠিত কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন