‘বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই, গুণারত্নের বক্তব্য তার নিজস্ব’

170404_1পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই, গুলশানের হলি আর্টিজানের হামলায় আইএস নিয়ে গবেষক রোহান গুণারত্ন যে বক্তব্য দিয়েছেন সেটা তার নিজস্ব।

তিনি বলেন, এই বক্তব্য পুলিশ সমর্থন (এনডোর্স) করে না। আইএসের সঙ্গে যোগাযোগ থাকলে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে থাকতে পারে।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আইজিপি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ ও পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটির আয়োজন করেছে।

শহীদুল হক বলেন, এ পর্যন্ত গ্রেপ্তার করা ব্যক্তিদের কেউ কখনো বলেননি তারা আইএসের সদস্য। এমনকি তাদের পরিবারের কেউই এমন কথা বলেননি। তিনি বলেন, তদন্তের কাজটা যেহেতু পুলিশ করেছে, পুলিশ জানে, হামলা কে চালিয়েছে।

এর আগে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে রবিবার সম্মেলনে বলেন, হলি আর্টিজানে যারা হামলা চালিয়েছিল, তারা জেএমবি নয়, তারা আইএস। এটি সেই সন্ত্রাসীগোষ্ঠী, যারা নিজেদের ইসলামিক স্টেট বলে পরিচয় দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ওই হামলা সম্পর্কে সত্য বলেননি।


শেয়ার করুন