বঙ্গোপসাগরে জাহাজডুবি, উদ্ধার ৩, নিখোঁজ ৫

2016_03_07_23_36_11_l7S0ULSzGARyvwyR597i29cENdK36K_originalডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে আলফা এঙ্করেজের উত্তরে গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের তিন নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও এতে অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাত সাড়ে ১০টা দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।

তিনি জানান, সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে আসা ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ নামে একটি মাদার ভেচেল আলফা এঙ্করেজের উত্তরে নোঙ্গর করে। ওই জাহাজ থেকে খান সন্স-১ নামে একটি লাইটারেজ জাহাজ সিমেন্ট ক্লিঙ্কার খালাস করছিলো। ওই সময় গ্রেট সিনারি নামক আরেকটি মাদার ভেচেল সাথে লাইটারেজ জাহাজটির ধাক্কা লাগলে সেটি ডুবে যায়।

এতে লাইটারেজ জাহাজের তিনজন নাবিককে জীবিত উদ্ধার করা হলেও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে বন্দর থেকে একটি উদ্ধারকারী টাগবোট ও কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে রয়েছে।


শেয়ার করুন