বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি ও কাদেরের একঘন্টা!

আরটিএনএন :

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর বেশ কয়েকদিন ধরেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে রায়কে ঘিরে সরকারের মন্ত্রী-এমপি ও শাসক দলের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

সরকার পক্ষ এ রায়ের কঠোর সমালোচনা করলেও বিরোধী পক্ষ এই রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করেছেন।

ফলে রায়কে ঘিরে ব্যাপক উত্তাপ চলছে।

এরই মধ্যে শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সরাসরি দেখা করে দলের ও সরকারের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার দুপুরে ফের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে দেখা হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেখানে ষোড়শ সংশোধনীর রায়ের বিষয়ে তিনজনের মধ্যে ঘন্টাখানেক আলোচনা হয়েছে। এর আগে বিষয়টি সুরাহার করতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের দুইজনকে ডেকে পাঠান।

তবে বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম। এখানে যে প্রধান বিচারপতি এসেছিলেন আমি জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি।

ওবায়দুল কাদের বলছেন, প্রধান বিচারপতি যে বঙ্গভবনে ছিলেন সেটা তিনি আগে জানতেন না।


শেয়ার করুন