ফেসবুক, টুইটারে বাড়ে আত্মহত্যার ঝুঁকি

114798_1যেসব কিশোর-কিশোরী দৈনিক দু’ঘন্টার বেশি সময় ফেসবুক, টুইটার অথবা ইন্সটাগ্রামের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তারা দুর্বল মানসিক স্বাস্থ্য, উচ্চ মনসতাত্ত্বিক চাপ এবং আত্মহত্যার চিন্তায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। বয়ঃসন্ধিকালের যে ছেলেমেয়েরা দীর্ঘসময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তাদেরও মানসিক সহায়তা দরকার বলে জানাচ্ছেন গবেষকরা। নতুন এই গবেষণাটি পিতামাতার জন্য সহায়ক হতে পারে এই কারণে যে তারা সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে সক্ষম হবেন। কানাডার অটোয়া গণস্বাস্থ্যের গবেষক হিউগুয়েজ সাম্পাসা-কেনইয়াংগা এবং রোসামান্ড লিউইস গবেষণাটি পরিচালনা করেন।

তারা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওপর গবেষণা করে দেখতে পান তাদের প্রায় ২৫ ভাগই দু’ঘণ্টার বেশি সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করত।

সূত্র: পিটিআই


শেয়ার করুন