ফেসবুকে ‘ফোন’

ফেসবুকে ‘ফোন’ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নুতন একটি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। এই অ্যাপের নাম রাখা হয়েছে ‘ফোন’।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ গত শুক্রবার এই তথ্য দিয়েছে।

দুদিন আগের ওই খবরে বলা হয়, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই কেবল ফোন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। যিনি আপনাকে কল করবেন, কল বাজার সময় ফোনের মনিটরে তার সব তথ্যই ভেসে উঠবে। তবে যার কল ব্লক করা হবে, তিনি এই অ্যাপে কল করতে পারবেন না। কেননা এই অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে কল ব্লক করার ফিচার যুক্ত রয়েছে।

প্রযুক্তি বিষয়ক যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম ভেনচারবিট-এর কাছে নতুন এই ফোনের কথা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে মার্ক জাকারবার্গের কোম্পানি বলেছে, ‘আমরা সব সময়ই কিছু না কিছু পরীক্ষা করে থাকি। ঠিক এই মুহূর্তে ঘোষণা দেওয়ার কিছু নেই।’


শেয়ার করুন