ফের ২ কোটি টাকার ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

“টেকনাফে অপ্রতিরোধ্য ইয়াবা”

ইয়াবাyaba-ctnআমান উল্লাহ আমান, টেকনাফ :

টেকনাফে ইয়াবা পাচার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। বার বার আইনশৃংখলা বাহিনীর হাতে বড় বড় ইয়াবার চালান আটক হলেও পাচারকারীরা তা গ্রাহ্য না করে ইয়াবার চালান অব্যাহত রেখেছে।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টারদিকে মিয়ানমার হয়ে বাংলাদেশ সীমান্তে পাচারকালে ফের ৭০ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়ে উঠেছে বিজিবি।
টেকনাফের হ্নীলার লেদা এলাকা থেকে ৪২ বিজিবি জওয়ানেরা ২কোটি ১০লক্ষ টাকা মূল্যের এ মরন নেশা ইয়াবাগুলো উদ্ধার করে।
৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপির কোম্পানী কমান্ডার আতাউরের নেতৃত্বে বিজিবি জওয়ানেরা উৎপেতে থাকে। এক পর্যায়ে পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে ইয়াবার পুটলাগুলো ফেলে পালিয়ে যায়। ফলে এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ধ্বংস করা হবে।


শেয়ার করুন