ফেইসবুক মেসেঞ্জারে মিলবে থার্ড পার্টি অ্যাপ

pic-04_202162

ফেইসবুক মেসেঞ্জারকে আরো কার্যকর এবং স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নিজস্ব অ্যাপের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি (থার্ড পার্টি) অ্যাপও যুক্ত করতে যাচ্ছে ফেইসবুক। সব কিছু ঠিক থাকলে ২৫ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় ‘এফ৮ ডেভেলপার কনফারেন্সে’ এ ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। শুরুতে ২০টি থার্ড পার্টি অ্যাপ বা সেবা যুক্ত করা হবে। মেসেঞ্জারের ওপরের দিকে এসব অ্যাপ বা সেবা মিলবে।


শেয়ার করুন