ফারী খালের রাবার ড্যাম পাল্টে দিতে কৃষকের ভাগ্য

রবার ড্রাম তাং_-৬-১০-২০১৫মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারী খালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ হলে পাল্টে যেতে পারে হাজারো কৃষকের ভাগ্য। রাবার ড্যামের পানিতে ইউনিয়নের কয়েক হাজার একর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসবে বলে জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ।
এলাকার প্রবীন মুরব্বি ফজলুর রহমান বলেন- বাইশারী সদর ওয়ার্ড ছাড়াও ৯, ৫ ও ৪ নম্বর ওয়ার্ডের শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে। রাবার ড্রামটি নির্মাণ হলে সব জমি তিন ফসলের আওতায় আসবে।
শনিবার ৩ অক্টোবর সকাল ১০টার সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম রাবার ড্রাম নির্মাণের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।ঐসময় এলাকার শত শত কৃষক, শ্রমিক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত থেকে জেলা পরিষদ সদস্যদের বিস্তারিত বর্ণনা দেন।
জেলা পরিষদ সদস্যরা বিষয়টি আমলে নিয়ে উপস্থিত লোকজনকে আশ্বস্থ করেন এবং অচিরেই জনস্বার্থে ফারী খালের উপর রাবার ড্রাম নির্মাণের কাজ শুরু হবে বলে জনান। জেলা পরিষদের সদস্যরা উপস্থিতিদের মাঝে আরো বলেন,সরকার জনগনের সাথেই আছেন।

উপ-সহাকারী কৃষি কর্মকর্তা মো:রফিকুল আলম বলেন, ফারি খালের উপর রাবার ড্রাম নির্মাণ হলে পাহাড়ী বাঙ্গালী সকল সম্পদ্রায়ের প্রাথমিক ভাবে ১ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে। এতে করে ৩ টি ফসল ঘরে তুলে কৃষকেরা অধিক লাভবান হবে।

জেলা পরিষদ সদস্যরা প্রথমে বাইশারী ইউনিয়নের নতুন চাক পাড়া গর্জন খাল এলাকা পরিদর্শন করেন। এসময় এলাকাবাসীর এক প্রশ্নে জেলা পরিষদ সদস্য ক্যশা প্রু বলেন,যে খানে বেশি জমি চাষাবাদের আওতায় আসবে সেখানেই রাবার ড্রাম নির্মাণের জন্য ব্যবস্থা করা হবে এবং উভয় স্থান পরিদর্শন শেষে তদন্ত টিমের মতামতের পর বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য মাষ্টার ক্যউ চিং চাক, জেলা পরিষদ সদস্য থুইলা মং, ইউপি চেয়ারম্যান মনিরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো:আলম, মহিলা আওয়ামীলীগ সভপতি নেত্রী নুর জাহান বেগম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, যুবলীগ সভাপতি মো: জাহাঙ্গীর আলম বাহাদুর, সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, ইউপি সদস্য নুরুল আজিম,ইউপি সদস্য আজিজুল হক, ছাত্রলীগ সভাপতি মো:শাহীন, ফজলুর রহমান, ওসমান গনি, কবির আহমদ, মহিলা ইউপি সদস্য আয়েশা প্রমুখ।
এলাকাবাসী অচিরেই রাবার ড্রামটি নির্মাণ করে হাজারো কৃষকের ভাগ্য পরিবর্তনের পাশা পাশি অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে দেশ কে খাদ্যে স¦য়ংসম্পুর্ন করার দাবী জানান।


শেয়ার করুন