প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ১৪ বছরের জেল

04সিটিএন ডেস্ক

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত ৭৫ ধারা প্রয়োগ হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশ্ন ফাঁসের গুজবের শাস্তি হিসেবে ১৪ বছর জেল ও এক কোটি টাকা পর্যন্ত জরিমানা ওই আইনের কথা স্মরণ করে দেওয়া হয়। প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা কারও মানহানি ঘটে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণœ হয়, তার অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ ১৪ বছর কারাদ- এবং সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা। চলতি এসএসসি পরীক্ষায় বসেছে ১৬ লাখ শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় বসেছে ১৬ লাখ শিক্ষার্থী। গত ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের তিন হাজার ১৪৩টি কেন্দ্রে একযোগে ‍শুরু হয়েছে এসএসসি ও সমামানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এসএসসিসহ পাবলিক পরীক্ষায় ইতোপূর্বে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও বেশিরভাগ ক্ষেত্রে তা গুজব বলে উড়িয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার প্রশ্ন ফাঁসের সব পথ বন্ধ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দাবি করে আসছেন।


শেয়ার করুন