প্রবাস ফেরত জাহিদ হাসানের কাণ্ড

বাংলামেইল:

Jagid hasanজীবনের বাক ঘোরাতে প্রবাসে পাড়ি জমান অভিনেতা জাহিদ হাসান। সেখানে গিয়ে হঠাৎ করেই ধনী হয়ে উঠেন। তারপর দেশে ফিরে নানা কাণ্ড করে আলোচনার জন্ম দেন। যা হিতে বিপরীত হিসেবে দেখা দেয়। এমনই এক গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘উড়ামন’

‘উড়ামন’ নাটকে জাহিদ হাসানের চরিত্রটির নাম সায়খুল। প্রবাসে থেকে ঘটনা চক্রে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যান তিনি। দেশে ফিরে সেই টাকা দুহাতে খরচ করতে থাকেন। ফলে তার চারপাশে সুবিধাবাদী লোকদের আনাগোনা বেড়ে যায়। কিন্তু এ সুযোগে বেফাঁস কিন্তু সত্য কথা বলতে শুরু করেন জাহিদ হাসান। আগামীকাল থেকে আরটিভিতে নাটকটির প্রচার শুরু হচ্ছে। জাকির হোসেন উজ্বলের রচনায় নাটকটি পরিচালনাও করেছেন জাহিদ হাসান নিজেই।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নওশীন, অহনা, সিদ্দিকুর রহমান, শামীম জামান, কেয়া চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ‘উড়ামন’ নাটকটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রতি সোম থেকে বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।


শেয়ার করুন