প্রেসক্লাবে রিজভী

‘প্রধান বিচারপতির স্বাক্ষর জাল ছিল’

সিটিএন ডেস্ক :
খা‌লেদা জিয়া অবশ্যই দেশে আস‌বেন বলে জানিয়েছেনবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ক‌বির রিজভী। বেগম জিয়াকে ‌মিথ্যা মামলায় গ্রেফতারি প‌রোয়ানা জা‌রি ক‌রে‌ছে সরকার উল্লেখ করে তিনি বলেন, দেশ‌নেত্রী‌কে ‌মিথ্যা মামলায় গ্রেফতারি প‌রোয়ানা জা‌রি ক‌রে‌ছে সরকার, চিকিৎসা শেষে ঠিক তার যখন আসার সম‌য় হ‌য়ে‌ছে, তখনই প‌রোয়ানা জা‌রি, এদের (সরকা‌রের) ছক বাধা আছে, সব কিছু ডিজাই‌নের ম‌ধ্যে কর‌ছে, টাইমিং করা আছে সরকা‌রের।

আইনমন্ত্রীর মিথ্যাচার নি‌য়ে রিজভী ব‌লেন, ‘আপ‌নি নি‌জেই তো অর্বাচীনের দ‌লে, আপ‌নি জালিয়া‌তি ক‌রে জাল স্বাক্ষর ক‌রে, প্রধান বিচারপ‌তি‌কে বি‌দেশ যে‌তে বাধ্য ক‌রে‌ছেন, আবার বল‌ছেন আপ‌নি সত্যবাদী, জনগ‌ণের অন্ত‌রে আপ‌নি যে মিথ্যাবাদী, তা বুঝ‌তে পার‌ছেন না?’

মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে ‘গ্রেফতারি প‌রোয়ানা জা‌রির প্র‌তিবা‌দে’ জাতীয়তাবাদী সামা‌জিক সাংস্কৃ‌তিক সংস্থা (জাসাস) আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি এসব ব‌লেন।

রিজভী ব‌লেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্র‌তিষ্ঠাতা তা বলা যা‌বে না, কবির কথা ভুল আওয়ামী লী‌গের কথা সত্য, আইনমন্ত্রীর কথা সত্য, তা‌দের কথা মান‌তে হ‌বে , না মান‌লে আপ‌নি মামলা খা‌বেন, গুম হ‌বেন, খুন হ‌বেন। মহান মু‌ক্তিযু‌দ্ধের সময় প্রধান নেতা বা‌ড়ি‌তে ব‌সে থাকলেন আর দা‌য়িত্ব পালন কর‌লেন মেজর জিয়া এজন্যই তার ওপর ক্ষোভ। ‌শেখ বারবার জনগ‌ণের সা‌থে বিশ্বাসঘাতকতা ক‌রে‌ছে, খা‌লেদা জিয়া ক‌রে‌নি। দালা‌লির চ‌রিত্র, মোসা‌হেবী চ‌রিত্র কেন খা‌লেদা জিয়ার নেই? এজন্য খা‌লেদা জিয়ার ওপর ক্ষোভ। ‌নির‌পেক্ষ নির্বাচ‌নের প্রধান অন্তরায়ই তো শেখ হা‌সিনা, ‌শেখ হা‌সিনার অধী‌নে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, মানববন্ধ‌নের সভাপ‌তি জাসাস নেতা মামুন আহ‌মেদ, চল‌চ্চিত্র অভি‌নেতা হেলাল খান, অভি‌নেতা আশরাফ উদ্দিন উজ্জ্বল, অভি‌নেত্রী শায়লা, জাসা‌সের জেষ্ঠ্য যুগ্ম সম্পাদক রতন শাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মন্টু প্রমুখ।


শেয়ার করুন