প্রতারণার শিকার হয়েছি: ইমন

বিনোদন ডেস্ক:

xglo4507ঢাকা: গত ৬ জানুয়ারি রুবেল, ইমন, অমৃতা, সিদ্দিক, তানভীরসহ মোট নয় জনের একটি দল নতুন দুটি ছবির শ্যুটিংয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। প্রথম দেখা ও মিশন আফ্রিকা নামের ছবি দুটোর পরিচালক হিসেবে ছিলেন মারুফ আহমেদে ও আহমেদ আলী মন্ডল। আর প্রযোজক হিসেবে ছিলেন মশিউর রহমান, মনির ও চয়ন (দক্ষিণ আফ্রিকা)। কিন্তু আফ্রিকা থেকে শ্যুটিং না করেই দেশে ফিরতে হয় শিল্পীদের। এর মধ্যে সংবাদ মাধ্যমে নানা ধরণের খবর প্রকাশ হয় শিল্পীদের নিয়ে।

দেশে ফিরে তারই ব্যাখ্যা দিলেন ইমন। তিনি বাংলামেইলকে বলেন, দুবাইয়ের বিমানবন্দরে যাবার পর দেখলাম ১৭-১৮ জন বাংলাদেশি আমাদের সঙ্গে বিমানে উঠলো। তখনই আমরা আন্দাজ করলাম। কিছু একটা ঝামেলা আছে। তারপরও রুবেল ভাইয়ের সঙ্গে পরামর্শ করে আফ্রিকা পর্যন্ত গেলাম। তারপর সেখানে গিয়ে ঘটলো আরেক ঘটনা। দক্ষিণ আফ্রিকায় নেমে যে হোটেলে থাকার কথা ছিল আমাদের, দেখলাম সেখানে আমাদের সিট নেই। আর শ্যুটিংয়ের জন্য কোনো জায়গার অনুমতি পত্রও নেই পরিচালকের কাছে। পুলিশ আমাদের পরামর্শ দিলো অন্য কোনো হোটেলে গিয়ে থাকার। এরপর ওখানকার বাংলাদেশ হাই কমিশনের সেক্রেটারি খোকন ভাইয়ের সহযোগিতায় আমরা অন্য হোটেলে গিয়ে ওঠি। এরপর অমৃতার ফ্লাইটের প্রথমে ব্যবস্থা করে দিয়ে রুবেল ভাই ও তানভীর দেশে ফিরে এবং সবশেষ ১৩ জানুয়ারি আমি দেশে ফিরি।’

ইমন আরো বলেন, আমার যতটুকু ধারণা. ওখানকার একজনের সঙ্গে প্রযোজকের পূর্ব শত্রুতা ছিলো। তার নাম জালাল। আর আমাদের বিপদের জন্য দায়ী প্রযোজক মশিউর বাপ্পী। সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। তাদের ছাড় দেওয়া উচিত না। আমি এর আগে ‘লালটিপ’ ছবির শ্যুটিংয়ের কাজে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছি। আর এবার এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হবে ভাবিনি। এটা সত্যিই ভয়ংকর।’


শেয়ার করুন