পেকুয়ায় সাংবাদিক জালালকে মামলায় জড়ানোর নিন্দা

nindaপ্রেস বিজ্ঞপ্তি:

পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সংবাদকর্মী ও দৈনিক কক্সবাজার বার্তার স্টাফ রিপোর্টার হাজী জালাল উদ্দিনের বিরুদ্দে পেকুয়া থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা রেকর্ড করায় পেকুয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা এক বিবৃতিতে জানান, হাজী জালাল উদ্দিনের বিরুদ্দে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিস্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান। নচেৎ পেকুয়ার কর্মরত সাংবাদিকরা তীব্র আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহার করতে প্রশাসনকে বাধ্য করার হুশিয়ারি উচ্চারন করেন। বিবৃতিদাতারা হলেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, নির্বাহী সদস্য এম.জুবাইদ।

এদিকে দৈনিক কক্সবাজার বার্তার স্টাফ রিপোর্টার হাজী জালাল উদ্দিনের বিরুদ্দে পেকুয়া থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা রেকর্ড করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে পেকুয়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে বলেন অবিলম্বে সাংবাদিক জালাল উদ্দিন মামলা হতে অব্যহতি প্রদান না করলে পেকুয়ায় গন আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিদাতারা হলেন, শাখাওয়াত হোছাইন সুজন (দৈনিক ভোরের কাগজ/ রূপসীগ্রাম/কক্সবাজার টাইমস), শেখ মোহাম্মদ হানিফ(প্রথম আলো), নাজিম উদ্দিন(দৈনিক কক্সবাজার/মানবকন্ঠ), মুহাম্মদ হাসেম(আজকের কক্সবাজার), রেজাউল করিম(সকালের কক্সবাজার), এম.কফিল উদ্দিন(পূর্বকোন), এফ.এম সুমন(সাগরদেশ) এবং পেকুয়া উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু ও সাধারন সম্পাদক মো.ফারুক প্রমুখ।


শেয়ার করুন