প্যায়ন করা হবে ৬ হাজার লোককে

পেকুয়ায় যুবলীগের কাঙ্গালী ভোজ শুক্রবার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি.
পেকুয়ায় ১৯ আগষ্ট শুক্রবার শোক দিবসের কর্মসূচী পালন করবে যুবলীগ। যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদয়াপনের জন্য কাল পেকুয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। ওইদিন দিনব্যাপী কর্মসুচীর মধ্যে সকালে দোয়া মাহফিল, কোরআন খানি অনুষ্টিত হবে। জাতীয় শোক দিবসের কর্মসূচী হিসেবে উপজেলা যুবলীগের উদ্যেগে সকাল ১০টায় অনুষ্টিত হবে আলোচনা সভা। পেকুয়াবাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে দুপুর ২ টার দিকে কাঙ্গালীভোজের আয়োজন করেছে যুবলীগ। জানাগেছে, ওইদিন বৃহত পরিসরে কাঙ্গালী ভোজ করবে যুবলীগ। ওই কাঙ্গালী ভোজে প্রায় ছয় হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে যুবলীগের পক্ষ থেকে। এদিকে যথাযোগ্য মর্যাদায় পেকুয়ায় জাতীয় শোক দিবস উদযাপনের জন্য গত কয়েকদিন ধরে যুবলীগের পক্ষ থেকে নেতাকর্মীরা সরব হয়েছেন। তারা কয়েকদিন ধরে এ আয়োজনকে সফল ও স্বার্থক করতে বিরামহীনভাবে কাজ করে চলেছে। জানাগেছে, শুক্রবার ১০টায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি ও মো: খোরশেদ আলম। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগ সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। জেলা যুবলীগ সহ-সভাপতি এড.শহিদুল্লাহ চৌধুরী, জি.এম আবুল কাশেম, সোহেল আহমদ বাহাদুর বিশেষ অতিথি হিসেবে থাকবেন। জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো.শহিদুল্লাহ, সদস্য বেন্টু দাশ ও উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে দলীয় সুত্র জানিয়েছেন। পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.বারেকের পরিচালনায় অনুষ্টিতব্য উক্ত সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন যুবলীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ।


শেয়ার করুন