পেকুয়ায় নৌকা প্রতীকে দু’চেয়ারম্যান প্রার্থীর উপর দূবৃর্ত্তের হামলা

hamlaপেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় ক্ষমতাসীনদল মনোনীত দু’চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা চালিয়েছে দূবৃর্ত্তরা। উপজেলার বারবাকিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জি.এম আবুল কাশেমকে প্রাণনাশ চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। ওই ইউনিয়নের বারাইয়াকাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে গত সোমবার রাত ৯টার দিকে নির্বাচনী সভা চলছিল। এসময় তার নির্ধারিত ওই সভা পন্ড করতে সমাবেশ স্থলে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসময় ভীতি ও আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। অপরদিকে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নে বিএনপির প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা একই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো.খাইরুল এনামের বসতবাড়িতে অর্তকিত হামলা চালিয়েছে। এসময় তারা চেয়ারম্যান প্রার্থী খাইরুল এনামের বাড়ির আশপাশে বেশকিছু বসতবাড়ির ঘেরাবেড়া ও টিনের চালায় আঘাত করে। এঘটনায় দু’প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পেকুয়ার ইউএনও ও ওসি রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনায় আ.লীগ ও বিএনপি প্রার্থীর কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। রাতে খাইরুল এনামের বসতবাড়িতে বিএনপি প্রার্থীর লোকজন হানা দেওয়ার এখবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে মুহুরীপাড়া ও সিকদার পাড়া এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থক ও স্থানীয়রা জড়ো হয়। ওইদিন সন্ধ্যায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার, ব্যানার বিভিন্ন স্থানে বিনষ্ট করে বিএনপি প্রার্থীর লোকজন। রাতে ফের মিছিল নিয়ে শরাফত উল্লাহ ওয়াসিম মুহুরীপাড়া এলাকায় ঢুকে পড়ে। এসময় উত্তেজিত লোকজন মিছিল থেকে হামলা সুত্রপাত করে। এদিকে বারবাকিয়া ইউনিয়নেও জামাতের প্রার্থী বদিউল আলম জিহাদির কর্মী সমর্থকেরা আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জি.এম আবুল কাশেমের কয়েকশত পোষ্টার ছিঁেড় ফেলে। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হচ্ছে পুরো পেকুয়া। জামায়াত-বিএনপির কর্মী সমর্থকরা ক্ষমতাসীনদল আ.লীগের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর চড়াও হয়েছে। তারা নির্বাচনী পরিবেশকে বানচাল করতে বিভিন্ন কুটচাল চালাচ্ছেন অভিযোগ আ.লীগের। এব্যাপারে বারবাকিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী জি এম আবুল কাশেম বলেন জামায়াত-বিএনপি আক্রমনাত্মক হয়েছে। তারা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা করছে। আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরন ঘটায়। নৌকা প্রতীকের পোষ্টার ছিড়ছে অহরহ। মগনামা ইউপির নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাইরুল এনাম বলেন অহেতুক বিএনপির প্রার্থীর মিছিল থেকে আমার বসতবাড়িতে ভাংচুর চালানো হয়েছে। আমার প্রতিবেশি কিছু গরীব মানুষের বাড়িঘরও ভাংচুর করে। পোষ্টার ও ব্যানার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে বিএনপির প্রার্থী শরাফত উল্লাহ ওয়াসিম ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, নৌকার প্রার্থীর লোকজন আমার লোকজনের উপর হামলা করেছে।


শেয়ার করুন