পেকুয়ায় টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেটে ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ চ্যাম্পিয়ন

শাখাওয়াত হোছাইন সূজন, পেকুয়া:
পেকুয়ায় আনোয়ার আলী মাতব্বরপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়েজিত টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে। ১০জানুয়ারি শনিবার সকাল ১১টায় শহীদ জিয়া উপকুলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা স্বাগতিক পেকুয়া সিকদারপাড়া স্পোটিং ক্লাবকে ৭৭রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে বিজয়ী দল ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদ ৮উইকেট হারিয়ে ১৫৯রান করতে সক্ষম হন। জবাবে পেকুয়া সিকদারপাড়া স্পোটিং ক্লাব ১৩ ওভারে অল উইকেট হারিয়ে ৮২রান করে শোচনীয় পরাজয় বরণ করে। পরে আনোয়ার আলী মাতব্বরপাড়া ক্রীড়া সংস্থার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাকিবের পরিচালনায় অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নিবাহী কর্মকর্তা মো.মারুফুর রশিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ও পেকুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর রিয়াজ চৌধুরী, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অধ্যক্ষ মো.ওবাইদুর রহমান, প্রভাষক মো. আলম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকী, সমাজসেবক ওহিদুল আলম মানিক প্রমুখ। টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ও পেকুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওমর রিয়াজ চৌধুরী বিজয়ী দল ঢেমুশিয়া ক্রীড়া উন্নয়ন পরিষদের অধিনায়ক এরফানকে চ্যাম্পিয়ন ট্রফি, নগদ ৭হাজার টাকা ও রানার্স আপ দল পেকুয়া সিকদার পাড়া স্পোটিং ক্লাবের অধিনায়ক মোস্তাকিমকে রানার্সআপ ট্রফি, নগদ ৩হাজার টাকা তুলে দেন। এছাড়া বিজয়ী দল ম্যান অব দি ম্যাচ লোটাস ও ম্যান অব দি সিরিজ জিতে নেয় শচীন। এসময় খেলা কমিটির পক্ষ থেকে অতিথিদেরও সম্মাননা দেয়া হয়। উক্ত খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বাহার উদ্দিন ও হাফিজুর রহমান রাকিব এবং সার্বিক দায়িত্ব পালন করেন শাউন, নাঈম, রাশেদ, আসওয়াত প্রমুখ।


শেয়ার করুন