পেকুয়ায় ইউপি নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

Japa1455366296-765x510পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই বর্ধিত সভা অত্যন্ত গুরুত্ব বহন করে। জানাগেছে পেকুয়ায় জাতীয় পার্টি ইউপি নির্বাচনে সব ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও নারি সদস্য পদে প্রার্থী মনোনয়ন দেবে। দলগত নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের বর্ধিত সভায় সিদ্ধান্ত দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় পার্টি পেকুয়া উপজেলা শাখা এক জরুরী বর্ধিত সভা আহবান করেন। কলেজ গেইট চৌমুহনীস্থ দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্টিত ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকী। উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা দেলোয়ার করিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলম, হাজ্বী বদিউল আলম, আহমদ হোসেন, মো.নন্নামিয়া, রেজাউল করিম, আলমগীর সওঃ, আব্দুল খালেক, মহিলা নেত্রী আমাতুর রহিম হিরা, আলম ফরায়েজী, সাজ্জাদুল ইসলাম, নুরুন্নবী, কাইসার হামিদ, মমতাজ উদ্দিন, আনসার কবির, নেজাম উদ্দিন, মৌ.রফিক, মহিলা নেত্রী দিলোয়ারা, কুলসুমা বেগম এমইউপি, তাহুরা বেগম ও ছাত্র সমাজের সাধারন সম্পাদক জুয়েল ও সিনিয়র সহ-সভাপতি এমরান প্রমুখ। ওইদিন বর্ধিত সভাকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভিড় হয়েছে অফিসে। সভাপতি মাহবুব ছিদ্দিকী জানিয়েছেন এমপি মহোদয় এর নির্দেশে আমরা বর্ধিত সভা করেছি। ইউপি নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী দেবেন সব ইউনিয়নে।


শেয়ার করুন