পেকুয়ায় ইউপি চেয়ারম্যানের হামলায় ছাত্রলীগ নেতা আহত

imagesপেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ইউপি চেয়ারম্যানের হামলায় এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলুয়ার পাড়া এলাকায়। আহত ছাত্রলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদিন (২১)মধ্য উজানটিয়া ষাট দুনিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। এদিকে ওই ঘটনার জের ধরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খোদ ইউপি চেয়ারম্যান কর্তৃক ছাত্রলীগ নেতা প্রহৃত হওয়ায় ক্ষমতাসীনদল স্থানীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা এ ঘটনাকে বর্বরোচিত আখ্যায়িত করে এর দৃষ্টান্ত জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুক আইডি থেকে উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে তার নানা অপকর্ম, অনিয়ম ও দুনীর্তি নিয়ে সম্প্রতি লেখালেখি হয়েছে। উজানটিয়ার কেডি পাঠক নামক ওই আইডি চেয়ারম্যানের দাবি জয়নাল তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এর জের ধরে ঘটনার দিন ইউপি চেয়ারম্যান সকালে ২০/৩০জন লোকজন নিয়ে মধ্যম উজানটিয়া ভেলুয়ার পাড়ায় গিয়ে জয়নালকে ধরে তুলে নিয়ে আসার চেষ্টা করে। এ সময় চেয়ারম্যান ও তার সাথে থাকা উত্তেজিত লোকজন ছাত্র নেতা জয়নালকে প্রকাশ্যে পিঠিয়ে আহত করে। জয়নাল আবেদিন জানান চেয়ারম্যানের সাথে লোকজন আমাকে মারধর করে ক্ষান্ত হননি। অস্ত্রের বাট দিয়ে মুখে ও বুকে এলাপাতাড়ি আঘাত করে। আমি তাকে বলেছি আমি কোন ধরনের ফেইজ বুক থেকে এ লেখা লেখিনি। এরপরেও তিনি মিথ্যে অভিযোগ তুলে আমাকে মারধর করে আহত করে। এ ব্যাপারে উজানটিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন ও যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম টিপু জয়নাল ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির প্রভাবশালী সদস্য বলে নিশ্চিত করেছেন। উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিম ও সাধারন সম্পাদক ইউপি সদস্য শাহজামাল জানিয়েছেন বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। তবে ওই ঘটনায় আমরা মর্মহত হয়েছি। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানিয়েছেন সে ফেইজ বুকে ও বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আমাকে বখাটে চেয়ারম্যানসহ বাজে মন্তব্য করে। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। মারধর করা হয়নি। সে কোন ধরনের ছাত্র রাজনীতির সাথে জড়িত নেই।


শেয়ার করুন