পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ কতটা গুরুত্বের সঙ্গে দেখা হয় ?

150128104848_bangladesh_police_bd_640x360_unk_nocreditসিটিএন ডেস্ক:

আইন প্রয়োগের কাজটি করতে গিয়ে অনেকে ভুল করে ফেলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়। কিন্তু পুরো বাহিনীকে এজন্য দোষারোপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা।
বাংলাদেশে মঙ্গলবার থেকে শুর হয় পুলিশ সপ্তাহ। দেশের বিভিন্ন জায়গায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পদক দেয়া হবে এই পুলিশ সপ্তাহে। এছাড়া গতবছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে।
কিন্তু এবারের পুলিশ সপ্তাহ এমন এক সময়ে হচ্ছে যখন সম্প্রতি কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষকে হেনস্তা করার জোরালো অভিযোগ এসেছে।
মানবাধিকার লঙ্ঘন বা নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে কোন কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে, সেগুলো পুলিশ বাহিনীতে কতটা গুরুত্বের সঙ্গে দেখা হয়?
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলছেন, পুলিশ আইন প্রয়োগের কাজ করেন। সেটা অনেকে সুচারু ভাবে করতে পারেন, কেউ কেউ সেভাবে পারেন না। ভুল করেন অথবা বাড়াবাড়ি করেন। কিন্তু এগুলো পুলিশ খুবই গুরুত্বের সঙ্গে নেয়। কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।
কিন্তু এরকম একটি অভিযোগ ওঠার পর পুলিশ সেটিকে প্রত্যাখ্যান বা নাকচ করার যে চেষ্টা করে, সেটা কেন?
এমন প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, এরকম ঘটনা যে একেবারেই ঘটেনা তা নয়। যখন কোন একজন ব্যক্তির জন্য পুরো বাহিনীর উপর দোষ এসে পড়ে, তখন বাহিনীর সম্মান রক্ষায় সেই ব্যক্তিটিকে বাদ দিয়ে অন্যদের পক্ষ নেয়া হয়। পুরো বাহিনী যাতে কালিমালিপ্ত না হয়, সেজন্যই এটা করা হয়।
তিনি বলছেন, পুলিশকে আইনে আলাদা কোন ছাড় দেয়া হয়নি। কোন পুলিশ সদস্য অপরাধ করলে, তাকে অপরাধী হিসাবেই চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়। কেউ যদি পুলিশের কাছে হেনস্থার শিকার হন, তাহলে সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারেন। বা পুলিশ সদর দপ্তরেও সরাসরি অভিযোগ পাঠাতে পারেন।
মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কাজে তিনি জনগণের সহায়তা কামনা করেন। সূত্র: বিবিসি


শেয়ার করুন