পুরোহিত হত্যায় গ্রেপ্তারকৃত তিন জেএমবি ১৮ দিনের রিমান্ডে

Lmb--400x261সিটিএন ডেস্ক
পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিন জেএমবি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার পুলিশ তিন জেএমবি সদস্যকে ২০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করলে পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন ১৮ দিনের অনুমতি দেন।

গ্রেপ্তারকৃত তিন জেএমবি হলেন দেবীগঞ্জ শহরের কামাতপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫), সুন্দরদীঘি ইউনিয়নের কালীরডাঙ্গা গ্রামের ভ্যান চালক হারেজ আলী (৩২) ও দ-পাল ইউনিয়নের কালীগঞ্জ মসজিদপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে রমজান আলী (২২)। রিমান্ডের আবেদন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।

গত ২১শে ফেব্রুয়রি দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।


শেয়ার করুন