পারভেজ মোশররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

parvej-400x224সিটিএন ডেস্ক:
পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত স্বপ্রণোদিত উদ্যোগে দেশটির সাবেক সেনাশাসক ও রাষ্ট্রপ্রধান পারভেজ মোশররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ২২ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর দৈনিক পাকিস্তানের।
ইসলামাবাদ আদালত সূত্র জানায়, শুক্রবার (৮এপ্রিল) পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত স্বপ্রণোদিত হয়ে পারভেজ মোশররফের মামলার শুনানি করে। তখন মোশাররফ আদালতে অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। পরে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে মোশাররফের আইনজীবী জানান, ‘তিনি সরকারের অনুমতিক্রমে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।’ কিন্তু বিদেশে যাওয়ার আগে আদালতের অনুমতি নিলেন না কেন? আদালত এমন প্রশ্ন ছুড়ে দিলে নানান যুক্তি তুলে ধরেন মোশারফের আইনজীবী। সব শুনে মোশাররফের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


শেয়ার করুন