পানিতে পড়ে যাওয়া সেলফোন সচল করুন

 স্মার্টফোন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হয়। ব্যবহারকারী মাত্রই জানেন কতভাবে ভোগাতে পারে একটি মোবাইল ফোন! প্রায়ই দেখা যায় পরিচিতজনদের ফোন পানিতে পড়ে যায়। এই সমস্যায় ভুগেছেন অনেকেই। ফোন পানিতে পড়ে গেলে কী করণীয় তা অনেকেরই অজানা। দ্য রিপোর্টের পাঠকদের জন্য এ বিষয়ে কিছু টিপস—
১. সেলফোন পানিতে পড়ে গেলে প্রথমেই সেটিকে তুলুন। তারপর অফ করতে হবে। অনেক সময় দেখা যায় পানিতে পড়ে গেলেও ফোন অন থাকে।
২. ফোনটি অফ করার পরই ফোনটির সিম কার্ড, মেমোরি কার্ড ও ব্যাটারি খুলে ফেলতে হবে। পাশাপাশি আপনার ফোনে যদি কোনো কভার লাগানো থাকে তাও খুলে ফেলতে হবে।
৩. ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলার পর ফোনটিকে ভাল করে ঝাকাতে হবে। অনেক সময় দেখা যায় ফোনের ভেতরে পানি ঢুকে যায়। ফোনটিকে ভাল করে ঝাকালে ফোনের ভেতরের পানি বেরিয়ে যায়।
৪. ফোনটিকে ঝাকানোর পর কোনো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করুন এবং তারপর ফোনটিকে চালের বস্তা বা জারের ভেতরে ঢুকিয়ে দিন। চালভর্তি বস্তার ভেতর ফোনটিকে ২৪ ঘণ্টা রাখুন।
৫. ২৪ ঘণ্টা পর ফোনটিকে চালের বস্তা থেকে বের করুন। তারপর অন করুন। দেখা যাবে আপনার ফোনটি আগের মতোই সক্রিয় রয়েছে।
এতকিছুর পরও ফোনটি যদি কাজ না করে তাহলে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে।


শেয়ার করুন