পাত্রী দেখে বকশিস, ইসলাম সমর্থন করে কি?

m-11111111ইসলামিক ডেস্ক:

আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় হলো পাত্রী দেখে বকশিস দেয়া। বিয়ের পূর্বে ছেলে বা ছেলে পক্ষের লোক মেয়েকে দেখে টাকা, আংটি ইত্যাদি বকশিস দিয়ে থাকেন। বকশিসের টাকার পরিমাণের ক্ষেত্রেও একটি প্রচলন রয়েছে। সাধারণত নি¤œবিত্ত হলে ৫০০, মধ্যবিত্ত হলে ১০০০ উচ্চবিত্ত হলে ১৫০০ বা তারচে’ বেশি হয়ে থাকে। এর সঙ্গে অনেকে আবার ভাঙতি ১ টাকা সম্পৃক্ত করে ৫০১, ১০০১ বা ১৫০১ দিয়ে থাকে। এক্ষেত্রে লক্ষণীয় আরও একটি বিষয় হলোÑ মেয়ে পছন্দ হলে যে পরিমাণ টাকা দেয়া হয়, পছন্দ না হলে এর অর্ধেক বা নাম মাত্র কিছু দিয়ে কেটে পড়া হয়। বুদ্ধিমান মেয়ে বা তার পরিবার এ থেকেই বুঝে নিতে পারেÑ ছেলে পক্ষ তাকে পছন্দ করল কিনা! তবে এ বিষয়টি স্পষ্ট হলো যেÑ পছন্দ হোক বা না হোকÑ কম বেশি বকশিস সবাই দিয়ে থাকে! ব্যাপারটি ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে। মেয়ে পক্ষের লোকজন ছেলে দেখে নিজেদের মতো করে বকশিস দিয়ে থাকে। এক্ষেত্রে তারা লক্ষ্য রাখেÑ ছেলে পক্ষ মেয়েকে যে পরিমাণ দিয়েছে, তারচে’ যেন ১ টাকা হলেও বেশি দেয়া হয়। প্রশ্ন হচ্ছেÑ বিয়ের পূর্বে মেয়ে বা ছেলে দেখে টাকা অথবা অন্য কিছু বকশিস দেয়া যাবে কি? ইসলাম কি এটা সমর্থন করে?

এ বিষয়ে ইসলামের বক্তব্য হলোÑ বিয়ের পূর্বে মেয়ে দেখে বকশিস বা হাদিয়া স্বরূপ টাকা বা অন্য কিছু দেয়া জরুরি কিছু নয়। তাই পূর্ণ সন্তুষ্টিচিত্তে আবশ্যক মনে না করে এবং তিরস্কারের ভয় না থাকলে মেয়ে দেখে তাকে বকশিস বা হাদিয়া দিতে কোনো সমস্যা নাই। সূত্র : বায়হাকি : ৮/১৮২, তিরমিজি : ৪/৪৪১, কিতাবুল ফাতাওয়া : ৪/৪২২]


শেয়ার করুন