পাকিস্তানে তালেবানদের অবস্থানে বিমান হামলা: নিহত ১০ সন্ত্রাসী

সিটিএন ডেস্ক: পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের আস্তানার ওপর বিমান হামলায় ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, পাকিস্তানের জঙ্গি বিমানগুলো গতরাতে খাইবার এজেন্সির উপজাতি এলাকায় তালেবান সন্ত্রাসীদের অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে। এতে ১০ সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও আরো অনেকে আহত হয়েছে।

এদিকে, খাইবার এজেন্সিতে পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে অপর এক লড়াইয়ে গতকাল তালেবানের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। নিহত এই কমান্ডার পাকিস্তানে অনেক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে পেশোয়ার শহরের একটি স্কুলে তালেবান সন্ত্রাসীদের হামলার পর দেশটির সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সির উপজাতি অধ্যুষিত এলাকায় এসব অভিযানে এ পর্যন্ত শত শত সন্ত্রাসী নিহত হয়েছে।


শেয়ার করুন