পর্যটক বরণের অপেক্ষায় হোটেল-মোটেল জোন

images (1)কল্লোল দে চৌধুরী:
ব্যবসায়িক সুবাতাসের আশায় বুক বেঁধেছেন হোটেল-মোটেলের মালিক-কর্মকর্তা ও কর্মচারীরা। কোরবানীর ঈদ আসন্ন। এর পরই পর্যটন শহরে লাখো পর্যটকের আগমনের আশায় কর্মচাঞ্চল্য শুরু হয়েছে ব্যবসায়িক এই জোনে।
হোটেল মালিক ও কর্মকর্তারা ধারণা করছেন, এই মৌসুমে তাদের ব্যবসায়ীক অনেকটা ক্ষতি পুষিয়ে যাবে, যদি পর্যন্ত পরিমান পর্যটকের আগমন ঘটে। তাই হোটেল মোটেল জোনে এখন সাজ-সাজ রব। হোটেল পরিস্কার পরিচ্ছন্ন করা, মেনটেইনেন্স রিপায়ারিং সহ যাবতীয় কাজ করে হোটেলকে করা হচ্ছে আকর্ষনীয়। এছাড়া অনেক হোটেলেও রুম ভাড়া কমিয়ে বাড়তি সুবিধা দেয়ার অংগীকার নামা টাংগিয়ে দেয়া হয়েছে। দেড় শতাধিক খাবার রেস্তোঁরাও ঝিকঝাক করা হয়েয়ে পর্যটক অতিথিদের আগমনকে উদ্দ্যেশ্য করে। কিটকট ব্যবসায়ীরা নতুন মালামাল তুলছেন নতুনভাবে। বিগত বছরে রাজনৈতিক বিরূপ আবহাওয়ার কারণে ধ্বষ নামে পর্যটন ব্যবসায়। বন্ধ হয়ে যায় অনেক খাবার হোটেল ও ট্যুরিজম ব্যবসা। কর্মী ছাটাই করে হোটেলের ব্যয় ভার কমায় হোটেল মালিক ও কর্মকর্তারা। ব্যাংক লোন পরিশোধ করতে না পারা, বিদ্যুৎ বিল সহ অনেক খরচ মেটাতে না পেরে হোটেল মোটেল জোনে হাহাকার নেমে আসে। তবে এবার ভিন্ন অবস্থা। ঈদের পরপরই পর্যটকদের কাছে হোটেলকে লোভনীয় করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। নেয়া হচ্ছে পর্যাপ্ত কর্মী । চাকুরী পাচ্ছেন অনেক শিক্ষিত বেকার যুবক। ‘‘হোটেল ভিস্তা বে রিসোর্টের’’ ম্যানেজার করিমউল্লাহ কলিম জানান- আশা করছি এবারের পর্যটন মৌসুম আগে ভাগেই শুরু হবে। পর্যাপ্ত পর্যটকদের আশায় দিন গুনছি। ধারনা করছি কোরবানীর ঈদের পর থেকে পর্যটকরা আসা শুরু করবে। ‘‘লেগুনা বীচ রিসোর্টের’’ অপারেশন ম্যানেজার বাবু সুখেন্দু বড়–য়া বলেল পর্যটকদের আমগনের অপেক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যটকদের আগমনে কক্সবাজার মুখরিত হবে, সেই সাথে পর্যটক জোনে ব্যবসায়িক সুবাতাস বইবে এ আমাদের প্রত্যাশা। ‘‘হোটেল সিলভার সাইন’’ এর হিসাব রক্ষন কর্মকর্তা শিবু কান্তি রক্ষিত জানান রাজনৈতিক অস্থিরতা না থাকলে ভরপুর পর্যটন মৌসুম শুরু হবে। রাজনৈতিক গন্ডগোল লেগে থাকলে পর্যটকরা কক্সবাজার মুখী হবে না বলে তিনি আশংকা করেন। ‘‘স্বপ্নর চুঁড়া ট্যুরস এর স্বত্তাধিকারী নূর মোহাম্মদ মনির আশবাদ ব্যক্ত করে বলেন-ধারণা করছি অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কক্সবাজারে। আমরা সর্বোত্তম সেবাদিতে প্রস্তুত আছি।


শেয়ার করুন