পর্নোগ্রাফি আসক্ত ব্যক্তিদের জন্য ২০ উপদেশ

pornagraphiবর্তামানে তরুণ শ্রেণির মধ্যে রোগ হিসেবে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর ব্যাধি হলো পর্নোগ্রাফি। এটি আপনার শারীরিক ক্ষতির পাশাপাশি মস্তিষ্কও বিকৃতি করে দেয়। এটি যে মারাত্মক খারাপ ও আত্মঘাতি তা অধিকাংশই জানেন। তবে এর থেকে মুক্তির উপায়গুলো জানেন না বলে এটি দেখা থেকে বিরত থাকতে পারছেন না।
পর্নোগ্রাফি এতটাই ভয়ানক যে, একটা ছেলে কিংবা মেয়ের নৈতিক অবনতি থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির বড় কারণের মধ্যে একটি। শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলেন, পর্নোগ্রাফির কারণে ধর্ষণ, যৌনহয়রানি, পরকীয়া, বিকৃত রুচিবোধ এবং অন্যের প্রতি আসক্তি দিন দিন বেড়েই চলছে। তাই এই নোংরা কাজ থেকে নিজেকে বিরত রাখা একজনন মানুষ হিসেবে অত্যাবশ্যক।
এ জন্য আপনি নিচের ২০টি উপদেশ মেনে চলার চেষ্টা করুন। আশা করি আপনার এ বাজে আসক্তি কেটে যাবে।
১) মানুষ হিসেবে আপনার কী করা উচিত এবং কী করা উচিত নয় তা নিয়ে ভাবুন।
২) নিজেকে একজন প্রকৃত মানুষ অর্থাৎ মুসলিম হিসেবে চিন্তা করুন।
৩) একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবাহানওয়া তায়ালাকে সর্বোচ্চ ভয় করুন।
৪) আল্লাহর ভয়কে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে রাসূল সা. এর সুন্নাহ অনুসরণ করুন।
৫) ভালো-মন্দ হিসেব করতে ধর্মীয় বিষয়কে সামনে আনুন।
৬) দ্বীন ও ধর্মের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য দেখে বন্ধু নির্বাচন করুন।
৭) অবসর সময়ে একাকী না থেকে ভালো বন্ধুদের সাথে থাকুন, যারা আপনাকে ভালো কাজের প্রতি উৎসাহ দেবে।
৮) পবিত্রতার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন এবং ঘরে নফল সালাত আদায়ের অভ্যাস গড়ুন।
৯) পরিবারের মানুষের সাথে লজ্জাশীলতা বজায় রাখুন।
১০) যেকোন মেয়ে থেকে নিজের চোখকে হেফাজত করুন।
১১) বিয়ের ইচ্ছে জাগলে (সামর্থ্যবান হলে) বাবা-মা কিংবা অভিভাবকদের বলুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
১২) বিয়ের পর নিজ স্ত্রীর ওপর সন্তুষ্ট থাকুন। স্ত্রী সুন্দর না হলে আখেরাতে এর উত্তম প্রতিদান পাওয়ার আশা করুন।
১৩) বাসায় টিভি, কম্পিউটার থাকলে সবাই যাতায়াত করে এবং বসে এমন রূমে রাখুন।
১৪) মন খারাপ লাগলে কারীদের কুরআন তিলাওয়াত বা ইসলামী সঙ্গীত শুনুন।
১৫) বিভিন্ন স্কলারদের লেখা পড়–ন এবং লেকচার শুনুন।
১৬) বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের নিয়ে চিন্তা করুন। তাদের সাহায্য করতে পরিকল্পনা করুন।
১৭) বিভিন্ন সামাজিক ও ইসলামিক কাজে নিজেকে জড়িত করুন এবং আগ্রহের সাথে কাজ করুন।
১৮) কোন খারাপ চিন্তা মাথায় এলে, সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করুন।
১৯) রাতে বাসায় একা থাকবেন না। চেষ্টা করুন আপনি শ্রদ্ধা করেন এমন কাউকে সাথে রাখার।
২০) ‘আপনার প্রতিটা (ভালো/মন্দ) কর্ম আল্লাহ দেখছেন এবং দু’জন ফেরেস্তা তা লিখে রাখছেন’ বিষয়টি মাথায় রাখুন এবং জাহান্নামের শাস্তিকে ভয় করুন।
উপরের উপদেশগুলো মেনে চললে, পর্নোগ্রাফির মতো বর্বর পাপ থেকে নিজেকে রক্ষা করা যাবে ইনশাআল্লাহ।


শেয়ার করুন