পবিত্র মাসেও থেমে নেই মায়াকাননে পতিতা ও মাদক বাণিজ্য

today pic-14.06.2016এম.এ আজিজ রাসেল : কক্সবাজার শহরের কলাতলী মোটেল জোনের কটেজ ‘মায়াকাননে’ রমজানেও থেমে নেই পতিতা ও মাদক বাণিজ্য। দফায় দফায় পরিচালিত অভিযানেও রহস্যজনকভাবে গ্রেফতার এড়িয়ে দিব্যি এই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে মায়াকাননের ভাড়াটিয়া মালিক ‘আকাশ’।
সূত্রে জানা গেছে, গত ১২ জুন ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালায় ‘মায়াকানন’ কটেজে। এসময় সেখান থেকে আটক হয় ২পতিতা ও ৪ দালাল। কিন্তু সেদিনও আলোচিত আকাশকে বাগে পায়নি পুলিশ। সে বর্তমানে পুলিশের ‘চোখ’ ফাঁকি দিয়ে এই অনৈতিক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়। আরো অভিযোগ উঠেছে, এই আকাশ নামের যুবকটি বিভিন্ন এলাকা থেকে শিশু ও কিশোরীদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে তার ‘মায়াকাননে’ আটকে রাখে। পরবর্তীতে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, অনেক কিশোরী ও যুবতীকে আটকিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণও আদায় করছে। সম্প্রতি উখিয়ার এক কলেজ পড়–য়া ছাত্রীকে আটকিয়ে তার অভিভাবকের কাছ থেকে সে মোটা টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়। এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, মায়াকাননে আকাশ নামের এক যুবক পতিতাবৃত্তি ও মাদক বাণিজ্যের সাথে লিপ্ত বলে জেনেছি। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।


শেয়ার করুন