পতাকা বৈঠক, মিয়ানমারে ৩ বাংলাদেশী ফেরত

b1453e67-18c9-4183-98a3-cb9bb56b6a63হেলাল উদ্দিন, টেকনাফ :
মিয়ানমারে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে পতকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কারাভোগ শেষে ৩ বাংদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক আবুজার আল-জাহিদ জানান, ৭ ফেব্র“য়ারি রবিবার মিয়ানমারে সাড়ে ১১টায় মংডু ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র উপ- অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী ও মিয়ানমারের ১২ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্বে ইউ মেউ মন্ত অং। বৈঠকে কারভোগ শেষে বিভিন্ন সময় মিয়ানমারের আটক বরগুনা তালতলা উপজেলার সুলাপাড়া এলাকার জেলা সানু গাজীর পুত্র মোঃ আব্দুর রব গাজী, উখিয়া উপজেলার দরগাহ বিল হাতিমোড়া পুত্র মোঃ কালু পুত্র আবু কালাম ও টেকনাফ উপজেলার লেদা এলাকার মোঃ সুলতান আহদেও পুত্র মোঃ সালেহ আহমেদকে ফেরত দেয় বিজিপি। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ ইকবাল ও টেকনাফ এডিআইও মাজহারুল হক। আধা ঘন্টা সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ঐ বিজিবি কর্মকর্তা আরো জানান, ফেরত আনা বাংলাদেশীর পরিবারের কাছে হস্থান্ত করতে টেকনাফ সাধারণ জিডি করে থানায় সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন