নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান কক্সবাজার গণজাগরণের

10432330_890916630959407_1084116426_n
প্রেস বিজ্ঞপ্তি:
দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ চলমান সন্ত্রাস ও নাশকতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শহরে মিছিল-সমাবেশ করেছে কক্সবাজার গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের ২য় বর্ষ পূর্তিতে গতকাল বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার পৌরসভা চত্বর থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও সন্ত্রাস-নৈরাজ্য-বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কক্সবাজার গণজাগরণ মঞ্চের সংগঠক মোহাম্মদ হোসেন মাসুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, নাঠ্য সংগঠক খোরশেদ আলম, দেবাশীষ দাশ দেবু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মনির মোবারক, এইচএম নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, নাট্য কর্মী আজিজ উদ্দিন, যুব নেতা ফাতেমা আক্তার মার্টিন, সাংবাদিক ইসমত আরা ইসু, ছাত্রনেতা রিপন পাল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, ছাত্রনেতা মুরিদুল ইভান, পাভেল দাশ, শয়ন বিশ্বাস, রাহুল মহাজন, আবির আচার্য্য, রাজু দাশ, অরুপ বড়–য়া, ফাল্গুনি দাশ হৈমু, ইপশিতা চক্রবর্তী, নীলা দেব প্রমুখ।


শেয়ার করুন