নাফ ফুটবল একাদশকে হারিয়ে সিকদার বিল চ্যাম্পিয়ন

pic..27,11,2015স্টাফ রিপোর্টার, উখিয়া:
শীতকালীন মৃদু হাওয়া, টানটান উত্তেজনা, আক্রমন-পাল্টা আক্রামনের মধ্য দিয়ে চোঁখ ধাধানো প্রত্যাশিত এক শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উখিয়ার পাতাবাড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাতাবাড়ী-শৈলঢেবা একতা সংঘের উদ্যোগে উক্ত ফাইনাল খেলায় মুখোমূখি হয় উখিয়া সিকদার বিল বাছাই একাদশ বনাম নাফ বাছাই একাদশ টেকনাফ। খেলা আরম্ভ হওয়ার আগ মুহুর্তে প্রচুর দর্শক সমাগম ঘঠে খেলার মাঠে। খেলা শুরু হওয়ার মাত্র নাইজেরিয়ান ১৪ নাম্বার জার্সি পরিহিত এ্যানরিকের প্রথম একটি লক্ষণীয় শট ক্রস বারে লেগে গোল থেকে বঞ্চিত হয় নাফ ফুটবল দল। খেলার প্রথমার্ধের ১৫মিনিটের মাথায় সিকদার বিল বাছাই একাদশের ৬ নাম্বার জার্সি পরিহিত মেসি একটি শট সরাসরি গোলে পরিনত হয়। গোল পরিশোধ করার জন্য নাফ ফুটবল দল মরিয়া হয়ে উঠলে খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় ১৪ নাম্বার পরিহিত নাফ ফুটবল দলের নাইজেরিয়ান খেলোয়াড় এ্যানরিক একটি গোল করে খেলার সমতা ফিরে আনে। এরপর থেকে উভয় দলের মধ্যে আক্রামন, পাল্টা আক্রমন চলতে থাকে। খেলার দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে সাবরিং তংচংগ্যা একটি শট গোল রক্ষকের মাথার উপর দিয়ে গোল পুষ্টে ঢেলে দিলে শটটি কিপারের উপরের ক্রস বারে লেগে ফিরে আসে। যার ফলে একটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় সিকদার বিল বাছাই একাদশ। এরপর থেকে নাফ ফুটবল একাদশ একের পর এক আক্রমন করতে থাকে সিকদার বিল বাছাই একাদশকে। খেলার একেবারে শেষ মুহুর্তের মাত্র ২মিনিটি বাকী থাকতে ১০ নাম্বার জার্সি পরিহিত সাবরিং তংচংগ্যা একটি গোল করে সিকদারবিল বাছাই একাদশকে শিরোপা নিশ্চিত করে। খেলা শেষ পর্যন্ত ২-১গোলে পরাজিত হয়ে রার্নাসআপ হন নাফ ফুটবল একাদশ টেকনাফ। চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে সক্ষম হন সিকদার বিল বাছাই একাদশ উখিয়া। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন। ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন-সিকদার বিল বাছাই একাদশের খেলোয়াড় সাবরিং তংচংগ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক, ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা, ইউপি সদস্য সালাউদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন, কক্সবাজার রেফারি এসোসিয়েশনের সদস্য কুতুবী।


শেয়ার করুন