ছালেহ আহমদ

নাইক্ষ্যংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

PIC NAIKONGCHARI 1সংবাদ বিজ্ঞপ্তিঃ

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদসরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ছাত্র শাওন দেব মওসুমের পরিচালনায় অনু্িষ্ঠত পূর্নমিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ”ট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের যুগ্ন জেলা জজ আবু হান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া নাইক্ষ্যংছড়ি উপজেলাকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিতে মরহুম ছালেহ আহমদ চৌধুরীর অবদান নাইক্ষ্যংছড়িবাসী আজীবন স্মরন করবে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে কিছুটা হলেও সম্মান দেখাতে পেরেছি।
তিনি আরো বলেন, স্বপ্ন দেখতে হবে এগিয়ে যাওয়ার, স্বপ্ন দেখতে হবে মানব কল্যানের। এই ব্রতকে সামনে রেখে এগিয়ে যেতে পারলে জীবনে সফলতা সুনিশ্চিত।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ছাত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল, জেলা পরিষদের সাবেক সদস্য ওফোসো মারমা, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক জাহিদুল ইসলাম রুমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, নাইক্ষ্যংছড়ি থানার এসআই সুলতান মুঃ আহসান উদ্দিন, নাইক্ষ্যংছড়ি কলেজের শিক্ষক বাবু নিলোৎপল বড়–য়া, সৈয়দ নুর, সৈয়দ আলম, ওমোংলা মারমা, সাইফুদ্দিন শ্যামল প্রমূখ।
পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরনোত্তর সম্মাননা দেয়া হয়।


শেয়ার করুন