নাইক্ষ্যংছড়িতে পঞ্চম বিজিবি দিবস পালিত

0721d5e7-8b3d-472c-9b2f-bd8897949c9cমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়ন। নানা কর্মসূচীর মাধ্যমে রবিবার ২০ ডিসেম্বর দিবসটি পালন করা হয়। দুপুরে ব্যাটালিয়ন সদরে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও বিজিবি সৈনিকদের সম্মানে আয়োজন করা প্রীতিভোজের। এতে প্রধান অতিথির বক্তব্যে ৩১ বিজিবির জোনাল কমান্ডিং অফিসার (সিও) লে.কর্ণেল হাসান মোরশেদ বলেন- বিজিবি সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। চোরাচালান, মাদকপাচার, নারী-শিশু পাচার, সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে বিজিবি অপারেশন কার্যক্রম ছাড়াও বেসামরিক প্রশাসনকে সহায়তা ও দূর্গম এলাকায় পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে সম্প্রীতি বন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এসময় ৩১ বিজিবির উপ অধিনায়ক মেজর শাহিন আক্তার, জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, থানা সেকেন্ড অফিসার এসআই মো: সোলতান সালাউদ্দিন আহসান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছৈয়দ, ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর, মেডিকেল অফিসার ডা: পলাশ চৌধুরী, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল বাশার, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, ওমর ফারুখ, আবদুস সাত্তার ফারুখ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, ইফসান খান ইমন, মাহামুদুল হক বাহাদুর, আবদুল হামিদ, আবুল বাশার নয়ন, হাফিজুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম কাজল, কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুবাইরুল হকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সৈনিক-কর্মচারী ও সুধী সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের ২০ ডিসেম্বর বিডিআরের পরিবর্তে নতুন নাম নিয়ে যাত্রা করে বিজিবি। সীমান্ত রক্ষী এ বাহিনীর নাম বদলের পাচঁ বছর ছিল গতকাল।


শেয়ার করুন