নাইক্ষ্যংছড়িতে নিজের তামাক পাতায় আগুন দিল কৃষক

হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়িতে সঠিক দাম না পাওয়ার কারণে নিজের তামাক পাতায় আগুন দিয়েছে ঢাকা টোব্যাকো কোম্পানির ছুরুত আলম (৪২) নামের এক তামাক চাষি। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন সদর সংলগ্ন ওই কোম্পানির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০০ কেজি তামাক পাতা পুড়ে ছাই হয়ে গেছে। এসময় অর্ধ-শতাধিক তামাক চাষি কোম্পানির অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে ক্ষতিগ্রস্থ ছুরুত আলমের পাশে দাড়ান।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের তামাকচাষি কবির হোসেন, শাহ আলম, আবু তাহেরসহ একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর নতুন কৌশল নিয়ে ঢাকা টোব্যাকোসহ তামাক কোম্পানিগুলো চাষিদের সাথে প্রতারনা শুরু করেছে। গত বছর দ্বিতীয় গ্রেডের পাতাগুলো কেজি প্রতি তারা ১৪০-১৫০ টাকায় ক্রয় করলেও এবছর একেবারেই ক্রয় করতে অপরাগতা প্রকাশ করার চেষ্টা চালাচ্ছে। এর ফলে বর্তমানে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া ও কচ্ছপিয়ার শত শত কৃষকদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।
তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ঢাকা টোব্যাকো কোম্পানির ডিপু ম্যানেজার মাহবুবুর রহমানকে পাওয়া যায়নি।


শেয়ার করুন