সভাপতি - রাজু, সাধারণ সম্পাদক মোজাম্মেল

নদী পরিব্রাজক দল শরীয়তপুর জেলা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের ২০২৪ সালের শরীয়তপুর জেলা শাখা ও উপদেষ্টা পরিয়ষদ গঠিত হয়েছে।
উপদেষ্টা পরিয়ষদের সদস্যরা হচ্ছে, এস এম মজিবুর রহমান, এ্যাড. মাসুদুর রহমান, ডাঃ মনিরুল ইসলাম।
জেলা কমিটির সদস্যরা হচ্ছে, সভাপতি- অলিউর রহমান রাজু, সহ সভাপতি- মহাসীন চোকদার (স্বপন), গোলাম মোস্তফা মাদবর, মনিরুল ইসলাম বিল্লাল, গোলাম মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক- কাজী মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদ -মোঃ আমীর হোসেন- সাংগঠনিক সম্পাদক-এ্যাড. সানোয়ার হোসেন মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক-সজল চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক -রোকসানা আক্তার -আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. সৈয়দ নিলুফার ইয়াসমিন নিলু – তথ্য ও গবেষণা সম্পাদক-তাজমুল মাঝি -অর্থ বিষয়ক সম্পাদক – খালেদ ফকির – প্রচার ও প্রকাশনা সম্পাদক- মৃধা শফিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মোজাফফর হোসেন, জীব ও বৈচিত্র বিষয়ক সম্পাদক-আশিকুর রহমান মাঝি, দপ্তর সম্পাদক -আতিকুর রহমান খান, পাঠচক্র সম্পাদক -মারুফ সরদার, নির্বাহী সদস্য- এ্যাড. মোঃ নুরুজজামান সিপন, এ্যাড. মোদাচ্ছের বাবুল, ডাঃ নজরুল ইসলাম রিপন, মাঝহারুল ইসলাম প্রিন্স, শেখ মোহসীন স্বপন, আতাউর রহমান, মোঃ আহসান উল্লাহ, এ্যাড. কবীর হোসেন, এ্যাড, তারিকুল ইসলাম, আনোয়ার পারভেজ, মোহাম্মদ মাহিনুর আলম, মোঃ হাবিবুর রহমান লিটন, আফজাল হোসেন।
উল্লেখ্য, নদী ও পরিবেশবাদী সংগঠন নদী পরিব্রাজক দল, যারা নদী ভ্রমণ করে,সরেজমিন নদী পরিদর্শন করে, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ করে,নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে তথ্যের আদান প্রদান করে, নদী পাড়ের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে। সংগঠনটি বিশ্বাস করে নদী পাড়ের মানুষ ও তরুণ সমাজ নদী বিষয়ে সচেতন হলে নদী সুরক্ষার কাজটি অনেক দূর এগিয়ে যাবে। নদী পরিব্রাজক দল নদী ও জলাশয় রক্ষা,প্রতিবেশ রক্ষা, উন্নয়ণ,সংরক্ষণ ও নদীর তীরবর্তী জনগোষ্ঠীর কল্যাণে গঠিত একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। নদী বাংলাদেশের জীবন রেখা। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্তিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। তাই তরুণ সমাজসহ সকলকে নদী বিষয়ে আগ্রহী ও উদ্যোগী করতে সংগঠনটি নদী রক্ষায় নদী ভ্রমণ, নদী পরিদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে ও নদীর পাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহন করে।


শেয়ার করুন