শেয়ার বাজার

নতুন বছরেও মিউচুয়াল ফান্ড সেক্টরের অনড় অবস্থান

সিটিএন ডেস্ক

নতুন বছরের জানুয়ারি ২য় সাপ্তাহ পার হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ও লেনদেনের  উত্থান থাকলেও অনেক সেক্টর এখনও অনড় অবস্থান । ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে । আলোচ্য ২ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে ।

আলোচ্য ১ম সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬ হাজার ৬৮৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩২৭ কোটি ৬৪ লাখ ১১ হাজার টাকার বা ৫৫.৯৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে কমেছ ডিএসই৩০ সূচক। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৭০ দশমিক ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৬০৩ পয়েন্টে উঠেছে।
চলিত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮২টির বা ৪৮.১৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে।


শেয়ার করুন