নতুন আইনস্টাইন রুশ তরুণী সাবরিনা

sabrina_pasterski

সাবরিনা পাস্তারস্কি নামের রাশিয়ার এক তরুণীকে বলা হচ্ছে এ যুগের আইনস্টাইন। সাবরিনা আমেরিকার বিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) ছাত্রী।

রাশিয়ান পাস্তারস্কি এমআইটিতে ভর্তি হন মাত্র ১৪ বছর বয়সে। এখন তার বয়স ২৩। মাত্র ১২ বছর বয়সে নিজেই একটি উড়োজাহাজ বানিয়ে তাক লাগিয়ে দেন সাবরিনা। সেই প্লেন কোনো ছোট-খাটো রেপ্লিকা নয়, রীতিমতো হাওয়াও উড়িয়ে চলা প্লেন যাতে চড়ে নিজেই বেশ ঘুরে বেরিয়েছেন।

এরপর আরও নানা চমক উপহার দিয়েছেন সাবরিনা। এসবে মুগ্ধ হয়েই আশেপাশে সবাই তাকে নব্য আইনস্টাইন বলতে শুরু করেছে। সর্বোচ্চ নম্বর নিয়ে সাবরিনা এরই মধ্যে স্নাতক শেষ করেছেন। কোয়ান্টাম গ্র্যাভিটি, ব্ল্যাক হোল, স্পেস টাইম এসবই সাবরিনা পাস্তারস্কির গবেষণার বিষয়।

 


শেয়ার করুন