ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব

Univarselসিটিএন ডেস্ক :

বিশ্বব্রহ্মাণ্ড ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই আশঙ্কার কথাই শুনিয়েছেন বিজ্ঞানীরা। তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের আয়ু এখনো অন্তত ১০০ বিলিয়ন বছর।

তবে গবেষক ও বিজ্ঞানীরা বলছেন‚ জরাগ্রস্ত বিশ্ব পা রেখেছে অন্তিম পর্বের দিকে। যেখান থেকে ফিরে আসা যায় না।

অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রনোমি রিচার্স (আইসিআরএআর) এর একদল বিজ্ঞানী এ বিষয়ে গবেষণা করেন। তারা এক ব্যাখ্যা করে বলেছেন‚ বিশ্বব্রহ্মাণ্ড নরম সোফায় গা এলিয়ে বসেছে। গলা পর্যন্ত টেনে নিয়েছে কম্বল। একেবারে ঘুমিয়ে পড়তে চায় সে!

কথাগুলো বলার আগে নিরন্তর গবেষণা চালানো হয়েছে। নিযুক্ত করা হয়েছিল সাতটি অন্যতম শক্তিশালী টেলিস্কোপ। এছাড়াও ছিল কক্ষপথে ঘুরতে থাকা দু’টি স্পেস টেলিস্কোপ। একটি ছিল নাসার, দ্বিতীয়টি ইউরোপীয়ান স্পেস এজেন্সির।

নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হয় প্রায় ২ লাখ গ্যালাক্সি থেকে নির্গত হওয়া শক্তি। বিজ্ঞানীরা দেখেছেন‚ ২ বিলিয়ন বছর আগে এই শক্তির পরিমান যা ছিল‚ এখন তার থেকে প্রায় অর্ধেক শক্তি উৎপন্ন হচ্ছে।

এই গাণিতিক হিসাব থেকেই মহাকাশ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন‚ বিশ্বব্রহ্মাণ্ডের আয়ুষ্কাল আর মাত্র ১০০ বিলিয়ন বছর!


শেয়ার করুন