ধোনি-কোহলিদের একহাত নিলেন গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক :
GANGULY-1427461382
বিশ্বকাপের গ্রুপ পর্ব আর কোয়ার্টার ফাইনালের ভারত আর সেমিফাইনালের ভারতের মধ্যে রাত-দিনের তফাত। কোয়ার্টার ফাইনালে যেভাবেই হোক বাংলাদেশ বাধা পেরিয়ে সেমিফাইনালে যায় টিম ইন্ডিয়া।

কিন্তু সেমিফাইনালে দুই মোড়লের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ভারত। অসিদের কাছে ৯৫ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। এর পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ধোনি-রায়না-কোহলিরা। এবার সমালোচকদের দলে যোগ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। ধোনি-কোহলিদের একহাত নিয়েছেন তিনি। সৌরভ বলেন, ‘ভাবিনি, ভারত এতটা খারাপ খেলবে।’

বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচে কোহলি-রায়নার ব্যাট থেকে রানের প্রত্যাশা ছিল গাঙ্গুলির। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন সেই প্রত্যাশা পূরণে। তাই রায়না-কোহলির সমালোচনা করতেও ভুল করেননি ভারতের কিংবদন্তি ক্রিকেটার। ‘শর্ট বোলিংয়ের সামনে দুর্বলতার কারণেই কোহলি ও রায়নাকে দ্রুত সাজঘরে ফিরে যেতে হয়। বিশ্বকাপ শুরুর আগে ব্যাটিং বিভাগে যে যে দুর্বলতা ছিল, তা আবার ফিরে আসতেই পদস্খলন!’, বলেন সৌরভ গাঙ্গুলি।

সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন গাঙ্গুলি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩২৮ তোলার পর গাঙ্গুলি বলেছিলেন, ‘এখনই ধরে নেওয়া ঠিক হবে না যে, ভারত হেরে যাবে।’ আগের ম্যাচগুলোতে ভারতের পারফরমেন্স বিবেচনাই করেই হয়তো এ কথা বলেছিলেন কলকাতার যুবরাজ।
কিন্তু ম্যাচ শেষ হতেই সুর পাল্টান তিনি। বলেন, ‘ভারত এতটা খারাপ খেলবে, আমি স্বপ্নেও ভাবিনি। শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া টগবগিয়ে ফুটছিল। যা হওয়ার তা-ই হলো। শেষ পর্যন্ত ম্যাচটি অসিরাই জিতে নিল।’
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নাকি টিম ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। সৌরভের ভাষায়, ‘খারাপ বোলিং, খারাপ ব্যাটিং নাকি খারাপ ফিল্ডিং? এসব পার্থক্য করার দরকার নেই। সবকটিতেই খারাপ খেলেছি। হারের জন্য আপনি উইকেটকে দায়ী করতে পারবেন না।’


শেয়ার করুন