দুই মন্ত্রীকে আদালতে তলব

kamrul-55-400x249সিটিএন ডেস্ক:
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয় মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেছেন সর্বোচ্চ আদালত।
কেন তাদেরকে আদালত অবমাননার দায়ে দন্ডিত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আপিল বিভাগ। তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে তাদের বক্তব্যের ব্যাখা দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ তাদের দুজনকে আদালতে হাজি হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর চূড়ান্ত রায়কে কেন্দ্র করে এসব মন্তব্য করেন তারা। মঙ্গলবার (০৮ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ তলব করেন।


শেয়ার করুন