দুই ডিসপ্লের ফ্লিপ স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং

samsung-g9818গ্যালাক্সি নোট ৫ এবং গ্যালাক্সি এস৬ এজ প্লাস বাজারে আনার ঘোষণা দেওয়ার দিন দুয়েক পরই দুই ডিসপ্লে সমৃদ্ধ একটি ফ্লিপ স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং। তবে স্মার্টফোনটি প্রাথমিক অবস্থায় শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাচ্ছে।

G9198 মডেলের স্মার্টফোনটির বড় আকর্ষণ হলো এর ডুয়েল ডিসপ্লে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮০৮ চিপসেট। এতে আছে দুটি ৩.৯ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ১২৮০x৭৬৮ পিক্সেল। এছাড়া আছে ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ।

G9818

স্মার্টফোনটিতে আরও আছে ১৬ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া আছে হার্ট রেট সেন্সর, ডুয়েল সিম, ২,০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

চীনের বাইরের অন্য কোন দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে, সে ব্যাপারে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।


শেয়ার করুন